ভুমি অফিস
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন, নাটাই উত্তর , নাটাই দক্ষিন এই ৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত অষ্টগ্রাম ভুমি অফিস
অফিসের ঠিকানা :- অষ্টগ্রাম ভুমি অফিস
মৌজা:- মোহনপুর
ইউপি-তালশহর পূর্ব
উপজেলা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া
ক) ভূমি উন্নয়ন কর আদায়, খ) নামজারী জমাখারিজ, গ) সরকারী খাস জমি ব্যবস্থাপনা, ঘ) কৃষি খাস জমি ভূমিহীনদের অনুকুলে নীতিমালার আলোকে বন্দোবস্ত প্রদান, ঙ) অকৃষি খাস জমি নীতিমালার আলোকে দীঘ মেয়াদী বন্দোবস্ত প্রদান, চ) ভিপি সেন্সাস তালিকা ভূক্ত সম্পত্তির ব্যবস্থাপনা, ছ) হাটবাজার সীমানা নির্ধারণ/বাজার পেরিপেরি এবং বাজার ভূক্ত চান্দিনা ভিটি প্রকৃত ব্যবসায়ীদের অনুকুলে একসনা লীজ প্রদান, জ) বিভিন্ন ধরনের সায়রাত মহাল ব্যবস্থাপনা, ঝ) ১৯৫০ সালের রাস্ট্রীয অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা, ঞ) ভূমি সংক্রান্ত যেকোন বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS